পিরোজপুর প্রতিনিধি,২০ অক্টোবর ২০২৫ (মাগুরার কাগজ):
পিরোজপুরে সড়ক দুর্ঘটনা রোধ ও যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, জেলা বাস মালিক সমিতির সভাপতি ও সড়ক নিরাপত্তা কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, কমিটির সদস্য মনিরুজ্জামান নাসিম আলী, সরোয়ার হোসেন হাওলাদার ও নজিবুল ইসলাম।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন। তারা মনে করেন, পরিবহন মালিক ও শ্রমিকদের আরও সচেতন হতে হবে এবং ট্রাফিক নিয়ম মেনে চলায় সাধারণ জনগণকেও উৎসাহিত করতে হবে।
সভায় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com