মোঃআবুল কালাম আজাদ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ২১ অক্টোবর ২০২৫ (মাগুরার কাগজ)
খুলনার পাইকগাছায় কৃষি কলেজের প্রধান ফটকে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবিতে তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় পাইকগাছার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, কৃষি কলেজের গেটে সম্মুখে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে পাইকগাছা-কয়রার ধর্মপ্রাণ মানুষের ঈমান ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। তারা অবিলম্বে ওই ভাস্কর্য অপসারণের জোর দাবি জানান এবং ভবিষ্যতে এমন ধর্মবিরোধী কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, যদি ৭২ ঘণ্টার মধ্যে ভাস্কর্য অপসারণ না করা হয়, তবে তৌহিদী জনতা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। পাশাপাশি, ভাস্কর্যের স্থানে আল্লাহর নাম সংবলিত ফলক স্থাপনেরও দাবি জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কমলাপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম আলহাজ্ব মাওলানা আঃ আজিজ। বক্তব্য রাখেন মাওলানা হাফেজ আঃ রব, মুফতী উয়াইস, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা হাফেজ শামছুদ্দীন, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা সাইদুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ আল গালিব, মাওলানা আতাউল গনি, মাওলানা ইলিয়াস আমিন ও মাওলানা ফরহাদ হুসাইনসহ অনেকে।
বক্তারা একযোগে ঘোষণা দেন- ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী চেতনার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তৌহিদী জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com