নড়াইল প্রতিনিধি:
২৩ আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ):
নড়াইল জেলা কারাগারের ফার্মাসিস্ট ইমরানের অবহেলার কারণে বিনা চিকিৎসায় হুমায়ুন শেখ (৪২) নামে এক বন্দির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী বলেন, “হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”
হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের বর্তমান নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি কালিয়ার ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি এবং গত দুই মাস ধরে নড়াইল জেলা কারাগারে বন্দি ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, হুমায়ুন শেখ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থা গুরুতর অবনতি হলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেল সুপার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু জানান,“হুমায়ুন শেখ অসুস্থ ছিলেন। কারাগারের ফার্মাসিস্ট নিয়মিত চিকিৎসা দিচ্ছিলেন। শুক্রবার রাতে অবস্থা বেশি খারাপ হলে রাত পৌনে একটার দিকে আমরা জানতে পারি। তখন হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে জেলার মো. আমিনুর রহমান বলেন, “ঘটনার পর একটি ইউডি মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
তবে মৃতের পরিবার ও স্বজনদের অভিযোগ, হুমায়ুনকে সময়মতো হাসপাতালে পাঠানো হয়নি। তারা দাবি করেন, কারাগারে অসুস্থ অবস্থায় বন্দিরা বারবার সদর হাসপাতালে পাঠানোর জন্য অনুরোধ করলেও ফার্মাসিস্ট ইমরান হোসেন গুরুত্ব দেননি। তাদের অভিযোগ, “তার অবহেলার কারণেই হুমায়ুনের মৃত্যু হয়েছে।”
স্বজনরা এ ঘটনায় যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com