মোঃ জিয়াউর রহমান জামী, নড়াইল | মাগুরার কাগজ | ১৮ জুন ২০২৫
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই মাদ্রাসা পড়ুয়া শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের নতুন কাটা পুকুর থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন বেদভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়া (১৩) ও আল-আমিনের মেয়ে মিম (৯) । তারা দুজনেই শম্ভুডঙ্গা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার রানি বেগম জানান, আফিয়া মায়ের কাছে হাসের মাংস খেতে চাওয়ায় মা মামা বাড়ি হাস আনতে যাওয়ার ওই সুযোগে আফিয়া ও মিমের মা গৃহস্থালি কাজে ব্যাস্ত থাকায় বাড়িতে না জানিয়ে তারা দুজনে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়।অনেক সময় না দেখতে পেয়ে বাড়ির সবাই খুজাখুঁজি করতে থাকে, পরবর্তীতে নতুন কাটা পুকুরে গিয়ে তাদের অচেতন দেহ পাওয়া যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, শিশু দুটির মৃত্যুর বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশিআছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।।
© All rights reserved © 2025 magurarkagoj.com