নড়াইলে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইল, ২৭ জুলাই ২০২৫ (মাগুরার কাগজ) :
জালনোট প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নড়াইলে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল সদরের বিভিন্ন তফসিলি ও বিশেষায়িত ব্যাংকের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সোনালী ব্যাংকের নড়াইল প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান এবং যুগ্ম-পরিচালক মো. মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু সেলিম, মো. মফিদুল ইসলাম এবং এজিএম এআরএম রকিবুল হাসান।
বক্তারা বলেন, জালনোট শুধু ব্যক্তির ক্ষতি করে না, এটি দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে। একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে জালনোট ছাপিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে, যা অবশ্যই রোধ করতে হবে। জালনোট শনাক্তে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি এসব চক্রকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com