নড়াইল: ১৮আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ):
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন শুরু হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ. এম. বদরুজ্জামান। বক্তব্য দেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি মো. জিয়াউর রহমান (জামী), সদর থানার পরিদর্শক তদন্ত জামিল আহমেদ, গণ অধিকার পরিষদের সভাপতি মো. আনিচুর রহমান প্রমুখ।
বক্তারা নড়াইলের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ ফাঁদ ব্যবহার বন্ধ ও জব্দকৃত ফাঁদ ধ্বংস করার আহ্বান জানান। তারা স্থানীয় মৎস্যচাষীদের সুলভ মূল্যে পোনা সরবরাহের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, চলতি বছরে নড়াইল জেলার মাছের চাহিদা ১৬ হাজার ৬৬০ মেট্রিক টন হলেও উৎপাদন হবে প্রায় ১৮ হাজার ৬৬৫ মেট্রিক টন। অর্থাৎ জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ২ হাজার ৫ মেট্রিক টন মাছ দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে।
আলোচনা সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, হ্যাচারি মালিক, মৎস্য ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন পর্যায়ের সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্য খামারের ব্যবস্থাপক মো. সেকেন্দার আলী।
© All rights reserved © 2025 magurarkagoj.com