নোয়াখালী প্রতিনিধি : মাগুরার কাগজ
১৭ ডিসেম্বর, ২০২৫ | আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
নোয়াখালীতে গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃত ১৩ জনকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময় জেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু (৫৫), নোয়াখালী পৌরসভা যুবলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (৩৫), সুবর্ণচর উপজেলার চর আমানউল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির উল্লাহ ওরফে নাসির (৫০), চরজব্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী মো. হাবিবুল্লাহ মাসুদ (৩৭), কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম (৪৫), রামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলী মাস্টার (৪০), কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (৩৯), সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (২৮), হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন (৪৮), সোনাইমুড়ী উপজেলার পূর্বপাড়া এলাকার যুবলীগ কর্মী মো. মানিক (৩০), মো. মাহফুজ (৩৩) এবং বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই সমর্থক। পুলিশ জানায়, সোমবার রাতে মাইজদী পুরাতন কলেজ এলাকা থেকে একজন ও বেগমগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রোববার রাতে কবিরহাট থেকে দুজন, চরজব্বর থেকে দুজন, হাতিয়া থেকে একজন, সোনাইমুড়ী থেকে দুজন, সেনবাগ থেকে একজন এবং কোম্পানীগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বেগমগঞ্জ থানার ওসি এম এ বারী জানান, মঙ্গলবার রাতে থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় সমর্থক।
© All rights reserved © 2025 magurarkagoj.com