নেত্রকোণা প্রতিনিধি │ মাগুরার কাগজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ :
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নলজুরী এলাকায় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, কামরুল হাসান সেলিম উপজেলার ছয়াশী গ্রামের বাসিন্দা ও সুয়াইর ইউনিয়নের চেয়ারম্যান। তিনি নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের চাচাতো ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।
স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি খুব একটা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যেতেন না; বরং এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার মোহনগঞ্জ থেকে সুয়াইর ইউনিয়নের পথে নলজুরী এলাকায় পৌঁছালে বিএনপি-সমর্থিত কিছু ব্যক্তি তাকে ঘিরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আগের করা একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে কামরুল হাসান সেলিমকে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com