মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ, সড়ক অবরোধে অচল মহাসড়ক
নিজস্ব প্রতিনিধি: ৪ নভেম্বর ২০২৫(মাগুরার কাগজ)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাগুরা বিএনপিতে দেখা দিয়েছে চরম অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভাজন। মাগুরা–২ আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে প্রার্থী ঘোষণা করায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের একাংশ।
সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে মাগুরা–যশোর মহাসড়কের আড়পাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষুব্ধ কর্মীরা সড়ক অবরোধ করে। মুহূর্তেই মহাসড়ক অচল হয়ে পড়ে, দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা “নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করো”, “বহিরাগত প্রার্থী মানি না”, “তৃণমূলের সিদ্ধান্ত ফিরিয়ে দাও”— এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। তাদের অভিযোগ, নিতাই রায় চৌধুরী মাগুরার রাজনীতিতে কার্যত অনুপস্থিত, অথচ স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করে “রাজনৈতিক প্রভাব খাটিয়ে” তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া বলেন, “বিএনপির একাংশের নেতা–কর্মীরা নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।”
© All rights reserved © 2025 magurarkagoj.com