নাটোর, ১ আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ):
নাটোর জেলা পুলিশ পাঠাগারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার বিকেলে পুলিশ লাইন্সে এ পাঠাগারের উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।
উদ্বোধনকালে তার সঙ্গে ছিলেন জেলা পুলিশের প্রয়াত কনস্টেবল কুদরত আলী দেওয়ানের পুত্র মো. খালিদ মাহমুদ এবং সর্বকনিষ্ঠ পুলিশ সদস্য কনস্টেবল মো. রহমত আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সারোয়ার জাহান, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “বুদ্ধিদীপ্ত, মেধাবী ও পেশাদার পুলিশ সদস্য গড়ে তুলতে নিয়মিত পাঠচর্চার বিকল্প নেই। এ পাঠাগার পুলিশ সদস্যদের জ্ঞানচর্চা ও আইন বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
© All rights reserved © 2025 magurarkagoj.com