নিউজ ডেস্ক:
মাগুরা:১৫ এপ্রিল ২০২৫(মাগুরার কাগজ)
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আজ সকাল ১০টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু একাডেমি ও জেলা গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং নতুন বছর নতুন আশার আলো নিয়ে আসে। তিনি উল্লেখ করেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিভাবান শিক্ষার্থী এবং এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্য শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিশু-কিশোরদের পরিবেশনায় গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করে। নববর্ষের এই আয়োজন জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দেয়।
© All rights reserved © 2025 magurarkagoj.com