বিশেষ প্রতিনিধি, ক্রাইম:
নড়াইলে খুন, লুটপাট ও বাড়িঘর পোড়ানোসহ পাঁচ মামলার আসামি পিকুল শেখকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।পিকুল শেখ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সোহরাব শেখের ছেলে।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,৫ অক্টোবার ২০২৫ রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নির্দেশে কালিয়া থানা পুলিশের একটি চৌকস টিম দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে কৌশলে পিকুল শেখকে গ্রেফতার করে। পরে তাকে থানার হাজতে রাখা হয়। সোমবার বিকেলে আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পিকুল শেখের বিরুদ্ধে কাঞ্চনপুর গ্রামের রফিকুল হত্যা মামলা, মারামারি ও বাড়িঘর পোড়ানোসহ পাঁচটি মামলা চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিকুল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, লুটপাট, মাদক ব্যবসা ও নানা অপকর্মের সঙ্গে জড়িত। অবৈধ অর্থের মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছে সে। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com