মোঃ জিয়াউর রহমান জামী
নড়াইল প্রতিনিধি
নড়াইলে গলাকেটে আকবর ফকির (৬০) হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে পুলিশ। স্ত্রীকে শারীরিক নির্যাতন, শ্বাশুড়িকে ধর্ষণচেষ্টা এবং অভিযুক্তের কন্যা ও পুত্রবধুর প্রতি ভিকটিমের কু-নজরের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বাবু সরদার (৫৯)।
গত শুক্রবার সকালে সদর থানার বুড়িখালী সাকিনস্থ তালবাগান এলাকায় বাঁশবাগানের ভেতর থেকে আকবর ফকিরের গলাকাটা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে নাজির ফকির বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশে গোয়েন্দা শাখাসহ একাধিক টিম তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টায় লোহাগড়ার মশাঘুনি এলাকায় ব্র্যাক অফিসের সামনে থেকে অভিযুক্ত বাবু সরদারকে গ্রেফতার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে বাবু সরদার হত্যার কথা স্বীকার করে। সে জানায়, পূর্বশত্রুতার জেরে ১০-১২ দিন আগে থেকেই হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী চাকু ও এলার্জির ওষুধ সংগ্রহ করে। ঘটনার দিন কোমল পানীয়ের সঙ্গে ২০টি এলার্জির ট্যাবলেট মিশিয়ে আকবর ফকিরকে অচেতন করে গামছা দিয়ে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করে। পরে পুরুষাঙ্গ কেটে পাশের ডোবায় ফেলে দেয়।
বাবু সরদার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com