নওগাঁ-রানীনগরে এক হাজার অসচ্ছল মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা
নওগাঁ, ২৯ জুলাই ২০২৫ (মাগুরার কাগজ) :
জুলাই পুনর্জাগরণ উদযাপনের অংশ হিসেবে নওগাঁর রানীনগর উপজেলার কফিলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ সকালে আয়োজিত মেডিকেল ক্যাম্পে এক হাজার অসচ্ছল মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের সহযোগিতায় নওগাঁ সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শিক্ষার্থী ফজলে রাব্বী প্রমুখ।
উপস্থিত বক্তারা এই ধরনের উদ্যোগকে সমাজ সচেতনতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com