নওগাঁয় গৃহবধূ হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
নওগাঁ, ৩০ জুলাই ২০২৫ (মাগুরার কাগজ) : যৌতুকের দাবিতে গৃহবধূ রানী বেগমকে হত্যা করার দায়ে স্বামী মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১ এর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসাইন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের সঙ্গে মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমানের মেয়ে রানী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রানী বেগম যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন।
এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে নিজ বাড়িতে রানী বেগমকে মাথায় আঘাত করে হত্যা করেন মোস্তাফিজুর রহমান। পরে তিনি ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করেন। তবে নিহতের বাবা আনিছুর রহমান বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।
এ বিষয়ে স্পেশাল পিপি ইকবাল জামিল চৌধুরী বলেন, “এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।”
এছাড়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ একই দিনে পৃথক দুটি মামলায় এক নারীকে পাঁচ বছর এবং এক পুরুষকে দশ বছর সশ্রম কারাদণ্ড দেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com