নওগাঁ:১৪ সেপ্টেম্বর ২০২৫,(মাগুরার কাগজ)
নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের প্রতি আপত্তিকর মন্তব্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে শিক্ষার্থী, জুলাই যোদ্ধা সংসদ এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
অভিযোগে জানা গেছে, অধ্যক্ষ ফেসবুক ম্যাসেঞ্জারে ছাত্রীদের আপত্তিকর বার্তা পাঠিয়ে ওড়না ছাড়া ছবি চাইতেন এবং অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগ করতেন। এসব বিষয়ে মুখ খুললে শিক্ষার্থীদের হুমকি ও কলেজ প্রশাসনের মাধ্যমে হামলার অভিযোগও রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরমান হোসেন, শিক্ষার্থী সাদনান সাকিব, শহীদ ফাহমিনের মা শিল্পী, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুন ও শিক্ষার্থীর অভিভাবক গোলাম রসুল প্রমুখ।
বক্তারা বলেন, অধ্যক্ষ সামসুল হক নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন এবং কলেজে ভর্তি ও অন্যান্য অজুহাতে অতিরিক্ত ফি আদায় করেন। প্রতিবাদ করলে প্রশাসনের লোক দিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয় বলেও অভিযোগ তোলেন তারা। বক্তারা কলেজে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও অধ্যক্ষের শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর সামসুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
© All rights reserved © 2025 magurarkagoj.com