সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক মাগুরার কাগজ, ভায়না মোড়, মাগুরা
═══════════════════════════════════════════════
মাগুরা জেলার ৩৬টি ইউনিয়নে সংবাদদাতা নিয়োগ করা হবে।
পদবী : ইউনিয়ন সংবাদদাতা
কর্মস্থল : নিজ ইউনিয়ন
■ যোগ্যতা :
– ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
– ন্যূনতম এইচএসসি/সমমান পাশ।
– সামাজিক ও রাজনৈতিক বিষয়ে আগ্রহী হতে হবে।
– সংবাদ সংগ্রহ ও লেখার প্রতি আগ্রহ থাকতে হবে।
– রাজনৈতিক দলের সমর্থক হলে স্থানীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
■ প্রয়োজনীয় কাগজপত্র :
১. পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি)।
২. সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি।
৩. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ।
৪. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৫. রাজনৈতিক দলীয় প্রত্যয়নপত্র
■ বিশেষ শর্তাবলী :
– সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
– বেতন ও সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে।
– নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
■ আবেদন পাঠানোর ঠিকানা :
সম্পাদক, দৈনিক মাগুরার কাগজ,ভায়না মোড়, মাগুরা
হোয়াটসঅ্যাপ: ০১৬৫০-১৫২২০০
আবেদনের শেষ তারিখ : ১৫/১০/২০২৫
“সত্য প্রকাশে নির্ভীক”
═══════════════════════════════════════════════
© All rights reserved © 2025 magurarkagoj.com