নিজস্ব প্রতিনিধি,ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৫ (মাগুরার কাগজ) :
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র নতুন করে সক্রিয় হয়েছে। চক্রটি ০১৬০২১২৪৮৪৭ নম্বর থেকে ফোন করে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে মামলা বা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিচ্ছে।
দুদক জানায়, এর আগে চেয়ারম্যান, মহাপরিচালকসহ কমিশনের বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে মামলা নিষ্পত্তি বা সুবিধা দেওয়ার নামে প্রতারণার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একাধিক প্রতারক গ্রেপ্তারও হয়েছে।
সর্বশেষ ঘটনায় প্রতারকরা চেয়ারম্যানের পিএস মো. সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে ফোনে পরিচয় দিচ্ছে এবং কিছু সাবেক সচিবসহ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিকে প্রলোভন দেখাচ্ছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, কমিশনের কর্মকর্তারা কোনো মামলার অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দেন না এবং আর্থিক লেনদেনের প্রস্তাবও করেন না।
দুদক জানিয়েছে, কেউ যদি এ ধরনের ফোন কল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগ পান, তবে যেন কোনোভাবেই বিভ্রান্ত না হন। প্রতারণামূলক ফোন কল বা বার্তার মাধ্যমে কেউ টাকা দাবি করলে বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে দুদকের টোল-ফ্রি হটলাইন ১০৬-এ জানাতে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে নিকটস্থ দুদক কার্যালয় অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com