মোঃ আবুল কালাম আজাদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার দক্ষিণাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম” সফলতার সঙ্গে পেরিয়েছে গৌরবময় এক যুগ। এ উপলক্ষে শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ পত্রিকার কার্যালয়ে আয়োজন করা হয় কেক কাটা, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক, কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, মোংলা উপজেলা ফুড অফিসার মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, শামীমা আক্তার, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আব্দুর রাজ্জাক মদিনাবাদী, সাংবাদিক মোঃ আওছাফুর রহমান, মোঃ নুরুল আমিন পলাশ, মোঃ জিনারুল ইসলাম, স্কুল শিক্ষার্থী সাদিয়া আক্তার, ফারিয়া সুলতানা ছোঁয়া, সুমনা আক্তার আয়েশা, রাহা, ব্যবসায়ী গণেশ দাশসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, “এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম বিগত এক যুগ ধরে দক্ষিণাঞ্চলে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।” তারা সংবাদমাধ্যমটির ভবিষ্যৎ আরও সাফল্য কামনা করেন।
শেষে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক উষ্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© All rights reserved © 2025 magurarkagoj.com