তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে গণমিছিল ও সমাবেশ
খায়রুল আলম নয়ন,গাইবান্ধা প্রতিনিধিঃ
১০ অক্টোবার ২০২৫(মাগুরার কাগজ):
তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় সুন্দরগঞ্জের মাওলানা ভাসানী সেতু (হরিপুর ব্রিজ) পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাগো বাহে তিস্তা বাঁচাই এই মূল স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ তিস্তা পাড়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, তিস্তা নদীর নাব্যতা হ্রাস, ভয়াবহ ভাঙন ও জলাবদ্ধতার কারণে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা আজ বিপর্যস্ত। কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।
এ সময় বক্তারা তিস্তা নদীকে ঘিরে বাংলাদেশের উত্তরাঞ্চলের অর্থনীতি ও পরিবেশ টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ,সহ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
© All rights reserved © 2025 magurarkagoj.com