নিউজ ডেস্ক ,১৭ অক্টোবার ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, “তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে হবে— এটাই ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। আমরা যদি আমাদের তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে পারি, তবে তারা সমাজের জন্য ইতিবাচক অবদান রাখবে। মাদক থেকে দূরে রাখতে হলে তরুণদের হাতে ব্যাট-বল তুলে দিতে হবে, অস্ত্র নয়।”
তিনি আরও বলেন, “একটি সুন্দর এলাকার সঙ্গে সুন্দর যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এখানে প্রাণবন্ত খেলার পরিবেশ গড়ে উঠছে— এটা আনন্দের বিষয়। এই মাঠটিকে সংরক্ষণ ও উন্নত করা আমাদের সকলের দায়িত্ব। এত বড় একটি মাঠ পরিষ্কার রাখা ও সক্রিয় রাখা মানে এলাকাবাসীর জন্য এক আশীর্বাদ।”
রকিবুল ইসলাম বকুল বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়— এটি মানসিক বিকাশ, সামাজিক সংহতি ও আত্মিক উন্নয়নের পথ। রাজনৈতিক ভেদাভেদ ভুলে যদি সবাই মাঠের উন্নয়নে ঐক্যবদ্ধ হই— আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টি— তাহলে এই মাঠই হবে আমাদের ঐক্যের প্রতীক।”
তিনি মাঠ রক্ষায় দীর্ঘদিন ধরে যাঁরা কাজ করে যাচ্ছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তাদের প্রচেষ্টা না থাকলে এই মাঠ হয়তো আজ থাকত না। এখন সময় এসেছে সবাই মিলে মাঠের উন্নয়নে কাজ করার— এটিই আমাদের আজকের অঙ্গীকার।”
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে দৌলতপুরের পাবলা সবুজ সংঘ ময়দানে “খুলনা জেলা টেপ টেনিস শর্টপিচ প্রিমিয়ার লীগ ২০২৫”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় ৮টি দল। চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি, রানার-আপ দল পেয়েছে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। এছাড়াও ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দ্য ফাইনাল, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা ফিল্ডারসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির আহ্বায়ক এম মুর্শিদ কামাল, সদস্য সচিব শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল এবং কৃষক দলের সাংগঠনিক সমন্বয়ক শেখ খালিদ হাসান মঈন। সভাপতিত্ব করেন সরদার রফিকুল ইসলাম, আহ্বায়ক, পাবলা সবুজ সংঘ, দৌলতপুর, খুলনা।
পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উচ্ছ্বাস আর ঐক্যের বার্তা— খুলনার ক্রীড়া সংস্কৃতিতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করল এই আয়োজন।
© All rights reserved © 2025 magurarkagoj.com