ঠাকুরগাঁও প্রতিনিধি, ২০ অক্টোবর, ২০২৫ (মাগুরার কাগজ):
ঠাকুরগাঁও জেলায় সারের সংকট মোকাবিলা, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং কৃষকদের মাঝে সঠিক মূল্যে ও পর্যাপ্ত সারের সরবরাহ নিশ্চিত করতে সাত দফা দাবি উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে আজ দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার আবাদযোগ্য জমির পরিমাণ দেড় লাখ হেক্টরেরও বেশি হলেও কৃষকদের সারের চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ তাৎপর্যপূর্ণভাবে কম। ফলে কৃষকদের সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হতে হচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, সারের পর্যাপ্ত বরাদ্দ, সঠিক বণ্টন তদারকি, কালোবাজারি বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ঠাকুরগাঁও একটি কৃষিনির্ভর জেলা হওয়ায় সার সংকটের বিষয়টি কৃষি উৎপাদন ও অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। দলটির নেতারা মনে করেন, সঠিক নীতিমালার মাধ্যমে সিন্ডিকেট দূর করে যদি কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে কৃষকের ন্যায্য অধিকার রক্ষা পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com