টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ
পঞ্চগড়:৩০ জুলাই ২০২৫(মাগুরার কাগজ)
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে একটি পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।
নিহত হাবিব উপজেলার শিলাইকুঠি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। জানা গেছে, বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় শিশুটি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাতে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে শিশুটির নিথর দেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন।
শিশুটির পরিবারের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, “এমন নির্মম হত্যাকাণ্ড আমাদের হৃদয় বিদারক করেছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।“
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com