ঝিনাইদহ প্রতিনিধি: (মাগুরার কাগজ) , ২৪ ডিসেম্বর, ২০২৫,
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। রাশেদ খান জানান, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। ওই আলোচনাতেই তাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী করা হবে বলে জানানো হয়। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকায় একটি জনসভা করবেন—এই শর্তে তিনি প্রার্থী হতে সম্মতি দিয়েছেন। প্রার্থীতার বিষয়ে খুব শিগগিরই বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলেও জানান তিনি। রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে এবং বর্তমানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এই আসনে দলীয় নেতা-কর্মীদের মধ্য থেকে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন।উল্লেখ্য, ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি আসনে বিএনপির প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি তিনটি আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।
© All rights reserved © 2025 magurarkagoj.com