ঝিনাইদহ- মহেশপুরে দুই ফার্মেসিকে ৬১ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহ, ২৯ জুলাই ২০২৫ (মাগুরার কাগজ) :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা মোড় সংলগ্ন বাকসপোতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ফার্মেসিকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ভুয়া চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার মতো একাধিক অনিয়ম শনাক্ত করা হয়।
‘রানা মেডিসিন কর্নার’ নামের একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়।
অন্যদিকে, ‘মেসার্স হাজেরা মেডিকেল’-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই ফার্মেসিতে ডিগ্রি না থাকা সত্ত্বেও এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগী দেখায়—এ অপরাধে অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক ইকরামুল করিম, স্বাস্থ্য পরিদর্শক লিথুন রায়, মহেশপুর থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা।
এ বিষয়ে ইউএনও খাদিজা আক্তার বলেন, “জনস্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনো অনিয়ম বরদাশত করব না। এ ধরনের অভিযান চলমান থাকবে।”
© All rights reserved © 2025 magurarkagoj.com