চুয়াডাঙ্গা প্রতিনিধি: ২৬ আগস্ট ২০২৫ (মাগুরার কাগজ):
ওষুধের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণের দায়ে চুয়াডাঙ্গায় দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে জুড়ানপুর বাজারের মেসার্স মহিদুল মেডিকেল হলের মালিক নওশাদ ইসলামকে ওষুধের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চিৎলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. আবু বকর সিদ্দীককে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
© All rights reserved © 2025 magurarkagoj.com