চুয়াডাঙ্গা, ১৮ আগস্ট, ২০২৫ (মাগুরার কাগজ):
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকায় অগ্নি নির্বাপন সনদ ছাড়া সিলিন্ডার গ্যাস ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার বেলা ১১:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহকারী পরিচালক জানান, মো. আক্তারুজ্জামানের প্রতিষ্ঠান অগ্নি নিরাপত্তা সনদ ব্যতীত গ্যাস সিলিন্ডার বিক্রি করায় এ জরিমানা করা হয়।
এ সময় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দলও উপস্থিত ছিলেন। অভিযানটি স্থানীয়দের নিরাপত্তা ও নিয়মিত বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
© All rights reserved © 2025 magurarkagoj.com