চট্টগ্রাম প্রতিনিধি : মাগুরার কাগজ
১৭ ডিসেম্বর, ২০২৫ | আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নগরীর মেডিকেল কলেজ হাসপাতাল ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ৬০টি অস্থায়ী দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কে বি ফজলুল কাদের রোড, চকবাজার কলেজ রোড এবং কেয়ারী ইলিশিয়াম সংলগ্ন রসিক হাজারী লেইনে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট বসানো হয়েছিল। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব ও সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপিত মোট ৬০টি দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। চসিক কর্তৃপক্ষ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com