মেহেরপুর, ১৪ মার্চ, ২০২৫ (মাগুরার কাগজ) : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, আধুনিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। আর এই জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, ‘গুণগত মানসম্পন্ন সাংবাদিকতা যত উন্নত হবে, সমাজে স্বচ্ছতা তত বাড়বে। সাংবাদিকতা কেবল তথ্য প্রচারের মাধ্যম নয়, এটি বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণেও কাজ করে। তবে স্বচ্ছ ও সৎ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।’
আজ শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা হলরুমে সংবাদ প্রতিবেদন ও টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনির হায়দার।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সাংবাদিক তুহিন অরণ্য এবং পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি মনির হায়দার।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ