মাগুরা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় মাগুরা নোমানী ময়দানে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “দেশের চলমান সংকট নিরসনে দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। দেশের জনগণ ফ্যাসিবাদী শক্তির চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, এখন সময় জনগণের দাবির পক্ষে শক্ত অবস্থান নেওয়ার।”
অনুষ্ঠানে বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের স্বার্থরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
Leave a Reply