মোঃ আবুল কালাম আজাদ
খুলনা-পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। হাসপাতালের ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা-আবর্জনা এবং স্যানিটেশন সমস্যার কারণে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকে জানিয়েছেন, হাসপাতালে সুস্থ মানুষ রোগী দেখতে এসে নিজেরাই অসুস্থ হয়ে ফিরছেন।
ভুক্তভোগী কামরুন নাহারের স্বজন জানিয়েছেন যে, তার মা কয়েকদিন ধরে ভর্তি আছেন। কিন্তু হাসপাতালের পরিবেশ এত খারাপ যে ওয়ার্ডে বসে থাকলেই মাথা ঘোরে। তারা উল্লেখ করেছেন, মশার উপদ্রব এবং দুর্গন্ধের কারণে সেখানে থাকা দায়, এবং তারা নিজেরাও অসুস্থ হয়ে যাচ্ছেন।
আরেক রোগী আব্দুল খালেক জানান, তিনি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন, কিন্তু টয়লেট ব্যবহার করা যায়নি এবং চারপাশে নোংরা পানি জমে থাকায় চিকিৎসা নিতে এসে আরও বিপদে পড়েছেন।
স্থানীয় মোমাফ্ফর আলী বলেন যে, ডাক্তাররা চেষ্টা করেন সেবা দিতে, কিন্তু পরিবেশের কারণে রোগীরা সঠিকভাবে সেবা পান না। তিনি উল্লেখ করেছেন, রোগীদের জন্য বিছানা থাকলেও পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা নেই।
পাইকগাছা হাসপাতালের এক চিকিৎসক (যিনি নাম প্রকাশ করতে চাননি) জানিয়েছেন যে, তারা হাসপাতাল পরিষ্কার রাখার চেষ্টা করছেন, তবে রোগীর চাপ অনেক বেশি এবং জনবল ও পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) জানিয়েছেন, তারা সমস্যাগুলো জানেন এবং ইতোমধ্যে পরিচ্ছন্নতার কাজ বাড়ানো হয়েছে। তিনি জানান, শিগগিরই পরিবেশ উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
সচেতন নাগরিকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা দাবি করেছেন যে, হাসপাতালের পরিবেশ উন্নয়ন, নিয়মিত মশা-মাছি নিধন, টয়লেট-স্যানিটেশন সংস্কার এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দ্রুত করা উচিত।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি উপজেলায় একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হয়, তবে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতেই থাকবে এবং হাসপাতালটি রোগ নিরাময়ের বদলে সংক্রমণ ও দুর্ভোগের কেন্দ্র হয়ে উঠবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com