পাইকগাছা প্রতিনিধি: মাগুরার কাগজ
মঙ্গলবার,২৩ সেপ্টেম্বর ২০২৫
খুলনার পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডে চলমান ঢালাই রাস্তা নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদার মোঃ রুহুল কুদ্দুস নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন এবং কাজের গুণগত মান বজায় রাখা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ২/৩ নং ইট ব্যবহারের মতো অনিয়ম ধরা পড়ে।
এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন-এর নির্দেশে সরেজমিনে কাজ পরিদর্শন করেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা একাধিক ত্রুটি শনাক্ত করেন। বিশেষ করে সঠিক অনুপাতে সামগ্রী ব্যবহার না করা, ঢালাইয়ের ত্রুটি এবং নিম্নমানের ইট বসানোর অভিযোগ প্রমাণিত হয়। পরে পৌর প্রশাসকের নির্দেশে ঠিকাদারকে দ্রুত এসব ত্রুটি সংশোধন করে ১ নং ইট ব্যবহারসহ মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, বহু প্রতীক্ষার পর শুরু হওয়া এ রাস্তা নির্মাণকাজে নিম্নমানের কাজের কারণে তারা হতাশ হয়ে পড়েছিলেন। তাদের আশঙ্কা ছিল, মানসম্মতভাবে কাজ সম্পন্ন না হলে সরকারি অর্থের অপচয় হবে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন।
এ প্রসঙ্গে পৌর প্রশাসক ও ইউএনও মাহেরা নাজনীন বলেন, সরকারি অর্থে উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাজের মান নিশ্চিত করতেই পুনরায় কাজ করানো হবে।
এদিকে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে আশা ব্যক্ত করেছেন যে এবার মানসম্মতভাবে কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন। পাশাপাশি ইউএনও মাহেরা নাজনীন-এর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন তারা।
© All rights reserved © 2025 magurarkagoj.com