পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ৯ সেপ্টেম্বর) ২০২৫(মাগুরার কাগজ)
ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক কর্মশালা পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।
এসময়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম সফিউল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, ডেঙ্গু এখন একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ছাদ, ফুলের টব ও যেকোনো পানিবাহিত স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এডিস মশা পরিষ্কার পানিতে জন্ম নেয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved © 2025 magurarkagoj.com