মাগুরা, ২৪ মার্চ ২০২৫(মাগুরার কাগজ): মাগুরার সৈয়দ আতর আলী রোডের বেবী প্লাজায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ক্রেতাদের সঙ্গে প্রতারণা, দেশি পণ্যকে বিদেশি হিসেবে বিক্রি এবং মূল্য সংক্রান্ত অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টা থেকে ২:৩০টা পর্যন্ত চলা এই অভিযানে মেসার্স অন্তরা পয়েন্ট-এ দেশি পণ্যকে বিদেশি বলে চালানো ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেসার্স নিউ ফ্যাশান দোকানটি বাংলাদেশি পণ্যে ভারতীয় ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল। অতিরিক্ত মূল্য নির্ধারণ ও প্রতারণার দায়ে এই প্রতিষ্ঠানকেও ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ জানান,ভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। আজকের অভিযানে দেখা গেছে, কিছু ব্যবসায়ী দেশি পণ্যকে বিদেশি বলে বেশি দামে বিক্রি করছেন, যা সরাসরি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন। এছাড়া, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত মূল্য নির্ধারণের মতো অনিয়মও পাওয়া গেছে। এসব প্রতারণামূলক কার্যক্রমে দুই প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাই—তারা যেন ভোক্তাদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখে, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে,এবং যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে। অন্যথায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরো বলেন,“ভোক্তাদেরও অনুরোধ করবো, যদি কোথাও এমন অনিয়ম বা প্রতারণার শিকার হন, তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানান। আমরা দ্রুত ব্যবস্থা নেব।”
অভিযান চলাকালে ব্যবসায়ীদের পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ানো, ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করা এবং সঠিক ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে আমাদের অভিযান চলবে।
© All rights reserved © 2025 magurarkagoj.com