নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরার ভিটা এলাকায় ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বেলাল হোসেন (৩৫)। তিনি ফুলবাড়ী উপজেলার খোচাবাড়ী গ্রামের নূরনবী মিয়ার ছেলে।
শনিবার (১ মার্চ) দুপুরে স্থানীয়রা রাস্তার পাশের ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। বিষয়টি থানায় জানানো হলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা রাতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করে তার গাড়ি নিয়ে পালিয়েছে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নিহত চালক ফুলবাড়ী থেকে যাত্রী বা অন্য কোনো কাজে নাগেশ্বরীতে এসেছিলেন। সেখানেই তাকে হত্যার পর ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এটি ছিনতাইজনিত হত্যাকাণ্ড হতে পারে, তবে তদন্তের আগে কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Office : Vaina Mor, Magura, Bangladesh. Mobile : 01714-518595, Email : magurarkagoj.com@gmail.com
© All rights reserved © 2025 মাগুরার কাগজ
Leave a Reply