বিনোদন প্রতিবেদক: ০৮ জানুয়ারি ২০২৬ , (মাগুরার কাগজ)
স্বপ্ন দেখেন বলেই থেমে যাননি, স্বপ্ন পূরণের লড়াইয়ে নিজেকে প্রতিদিন নতুন করে গড়ে তুলছেন তরুণ প্রজন্মের আলোচিত অভিনেতা শেখ ফরিদ পলক। পরিশ্রম, আত্মবিশ্বাস আর দৃঢ় প্রত্যয়ের সমন্বয়ে এবার তিনি পৌঁছে গেলেন সাফল্যের আরও এক ধাপে। জনপ্রিয় রিয়েলিটি শো মুমতাজ মেহেদী প্রেজেন্টস “Mr. & Miss Glamour Looks (Season–5)”-এর দ্বিতীয় রাউন্ড অতিক্রম করে জায়গা করে নিয়েছেন Top 14 Finalist-এর তালিকায়। সারা দেশ থেকে বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিচারকদের কঠোর বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত হওয়াই পলকের অর্জনকে দিয়েছে ভিন্ন মাত্রা। ব্যক্তিত্বের দৃঢ়তা, আত্মবিশ্বাসী মঞ্চ উপস্থিতি ও ধারাবাহিক উন্নতির মাধ্যমে প্রতিটি রাউন্ডেই তিনি প্রমাণ করেছেন নিজের যোগ্যতা।এ প্রসঙ্গে শেখ ফরিদ পলক বলেন, স্বপ্নটা যখন বড়, তখন পরিশ্রমের কোনো বিকল্প নেই। লক্ষ্য একটাই—নিজেকে সেরার জায়গায় পৌঁছে দেওয়া। এই রিয়েলিটি শো আমাকে মানসিকভাবে আরও শক্ত ও আত্মবিশ্বাসী করে তুলছে।”তিনি জানান, অভিনয়ের অভিজ্ঞতা মঞ্চে সাবলীল হতে সহায়তা করলেও প্রতিযোগিতার প্রতিটি ধাপই তার জন্য নতুন চ্যালেঞ্জ ও শেখার সুযোগ তৈরি করছে। ফাইনাল রাউন্ড সামনে রেখে এখন নিজেকে আরও প্রস্তুত ও মনোযোগী করে তুলছেন এই তরুণ অভিনেতা।পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পলক বলেন,আমার পথচলার সবচেয়ে বড় শক্তি আমার পরিবার আর যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাদের দোয়া আর সমর্থন থাকলেই আমি আরও দূর যেতে পারব।”উল্লেখ্য, Mr. & Miss Glamour Looks দেশের অন্যতম আলোচিত ও প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো, যেখানে প্রতিভা, ব্যক্তিত্ব ও পরিশ্রমের ভিত্তিতেই নির্বাচিত হন বিজয়ীরা। আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্ব, যেখানে সেরা পারফরম্যান্সের মাধ্যমেই নির্ধারিত হবে এবারের চূড়ান্তবিজয়ী।
© All rights reserved © 2025 magurarkagoj.com