মাগুরা, ২৪ অক্টোবর ২০২৫ (মাগুরার কাগজ):
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান করে নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার মাগুরার নবভঙ্গা পার্কে ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শফিকুল আলম বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো ধরনের চাপ নেই। দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। জাতির ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ শিগগিরই উপদেষ্টামণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
গণভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে বা পরে গণভোট আয়োজনের সম্ভাবনা রয়েছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।
‘জুলাই সনদ’ সম্পর্কে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে পূর্ণ ঐক্যমত্য গড়ে উঠেছে। “যে কয়েকটি দল এখনো সনদে স্বাক্ষর করেনি, তারাও নীতিগতভাবে এতে সম্মতি দিয়েছে,” বলেন তিনি।
জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিষয়ে শফিকুল আলম জানান, এতে ‘না ভোট’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোনো এলাকায় একক প্রার্থী থাকলে ভোটাররা ‘না ভোট’ দিয়ে তাকে প্রত্যাখ্যানের সুযোগ পাবেন।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “দলটির জন্য এবার সাধারণ নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।”
© All rights reserved © 2025 magurarkagoj.com